অনুষ্ঠিত হলো ডেকো নিবেদিত আরটিভির আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আলোকিত কোরআন ২০১৭’ এর গ্র্যান্ড ফিনালে।
সারাদেশ থেকে প্রায় ৫ হাজার প্রতিযোগী থেকে বাছাই করে আনা চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পাবনার প্রতিযোগী মাহদী হাসান সিয়াম।
ময়মনসিংহের প্রতিযোগী আহমাদ আব্দুল্লাহিল আজহার দ্বিতীয়, নরসিংদীর মাহমুদ বিন জাকারিয়া তৃতীয় ও কুমিল্লার মুহাম্মদ শিহাবুল্লাহ চতুর্থ স্থান অধিকার করেন।
রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আরটিভি’র চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম ও প্রতিষ্ঠানের পরিচালক বিলকিস নাহার।
এছাড়া দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
কে/এসজে