ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কেরি-মাহমুদ আলী বৈঠক

সোমবার, ২৯ আগস্ট ২০১৬ , ০২:০৯ পিএম


loading/img

সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আবুল হাসান মাহমুদ আলীর বৈঠক চলছে। সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক।

বিজ্ঞাপন

বৈঠকে দু’দেশের নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়টি স্থান পাবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠকে উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

এর পর পদ্মায় কেরির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মাহমুদ আলী। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তার সফরসঙ্গীরা অংশ নেবেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন কেরি। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয় তা বিস্তারিত জানা যায়নি। তবে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সম্পর্কের মানোন্নয়ন ও সাম্প্রতিক বাংলাদেশে জঙ্গিবাদের ইস্যু নিয়ে আলোচনা করেন দু’নেতা এমন ইঙ্গিত পাওয়া যায়।

তার আগে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেরি। এসময় তিনি শোক বইতে স্বাক্ষর করেন। এছাড়া বঙ্গবন্ধু জাদুঘরও ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

শোক বইতে জন কেরি লিখেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

নয় ঘণ্টার সফরে এরপর কেরি ধানমন্ডি ২৭ নম্বরে এডওয়ার্ড কেনেডি সেন্টারে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেবেন। বিকেল ৪টায় মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি বস্ত্র শিল্প কারখানা পরিদর্শন করবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসে নিজের দপ্তরের কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সেখান থেকে মার্কিন দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। তার আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা  রয়েছে কেরির।

একদিনের সংক্ষিপ্ত সফরে সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবার পরে এটাই কেরির প্রথম ঢাকা সফর।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে আসেন। এর  চার বছর পরে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |