রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মেহেদী হাসান (১৫) খুনের ঘটনায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি শাহিনুর বেগম ও নান্নুকে খালাস দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাদ্দাম, ইমরান, রাসেল, ওলি, রাব্বি ওরফে ছটু, আশিক, রাশিদ ও ফয়সাল।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার।
জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি ভবনের ফ্লোরে অচেতন অবস্থায় মেহেদীকে পাওয়া যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মেহেদীর বাবা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১২ জুন ১০ জনের নাম উল্লেখ্য করে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান। এরপর ২০১৯ সালের ১ এপ্রিল এ মামলার বিচারকার্য শুরু হয়।