ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন : ত্রাণমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৭ , ০৮:০৩ পিএম


loading/img

মিয়ানমার থেকে বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে। জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বিজ্ঞাপন

শনিবার সকালে টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেছেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় পাঁচ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে রোহিঙ্গাদের জন্য। আপাতত সেখানে আড়াই হাজার একর জমিতে রোহিঙ্গাদের জন্য আশ্রয় শিবির নির্মাণ করে দেয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, মিয়ানমারে সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তারপর আপনারা নিজ দেশে আবারো ফিরে যেতে পারবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সমস্যা দেখার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। 

এ সময় দুর্যোগ ও ত্রাণ সচিব শাহ কামাল, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক প্রমুখ।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |