ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফুলে হুসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই শিক্ষাবিদ।
ভাষাসৈনিক অধ্যাপক ফুলে হুসেন ১৯৩৪ সালের ২৪ মার্চ ময়মনসিংহের গৌরিপুরে মাতুলালয় জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলনে তিনি নেত্রকোণা ও কিশোরগঞ্জ অঞ্চলে ব্যাপক ভূমিকা রাখেন।
১৯৭১ সালে চুয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ থাকাকালীন ফুলে হুসেন মুক্তিযুদ্ধে অংশ নেন। প্রথমে তিনি সাউথ ওয়েস্ট কমান্ডের বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেক্টর কমান্ডার মেজর আবু উসমান চৌধুরীর সঙ্গে যুক্ত হন এবং ১৭ মে বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দায়িত্বপালন করেন। কলকাতায় থিয়েটার রোডে স্থাপিত বাংলাদেশ অস্থায়ী সরকারে প্রেস উইংয়ে কাজ করেন এবং বিদেশি সাংবাদিকদের নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাক বাহিনীর নির্মমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তিনি।
দেশ স্বাধীন হলে অধ্যাপক ফুলে হুসেন নিজ পেশায় ফিরে আসেন। ১৯৭৩ সালে লালমনিরহাট কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি। ১৯৭৬ সালে নরসিংদীর রায়পুরা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন এবং ১৯৮২ সালে অবসর গ্রহণ করেন।