• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

কাঁচা মরিচ পচে গেলে আমি করব কী: টিপু মুনশি

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৩, ০০:৫৯
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচ আমাদের নিয়ন্ত্রণে না কিন্তু দায়টা আমাদের ঘাড়েই আসে। দেশের সব জায়গায় আমাদের পৌঁছানো সম্ভব নয়। এখন ঝড়-বৃষ্টিতে যদি কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি বাণিজ্যমন্ত্রী বা আমাদের সেক্রেটারি সাহেব করবেনটা কী!

বুধবার (১২ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে কয়দিন দাম বেড়েছিল শুধুমাত্র সেই কয়দিন গুগল করে দেখেন কলকাতার বাজারে কী দাম ছিল। উত্তরটা সেখানে পেয়ে যাবেন, আমি তো কলকাতার বাণিজ্যমন্ত্রী না! বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাশ্রয়ী রাখতে চেষ্টা করা হচ্ছে। তেল চিনির দাম প্রসঙ্গে তিনি বলেন, গতকালকেই ১০ টাকা কমানো হয়েছে। গ্লোবাল মার্কেটে চিনির দাম, যেটা ইন্ডিয়া থেকে আনতে পারলে আমাদের জন্য সুবিধা হতো। ইন্ডিয়া কোটা দিচ্ছে না, ট্রাই করে যাচ্ছি। সব কিছু বিবেচনায় নিয়েই চেষ্টা করছি যাতে করে দাম সাশ্রয়ী রাখা যায়।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার সম্পূর্ণ প্রতিবেদন নিয়েছি। যেটা বলছে, চামড়ায় পুরোপুরি ব্যর্থ তা কিন্তু নয়! দিন পরে গত পরশু ঢাকায় যে চামড়া ঢুকেছে, যে দাম পেয়েছে তাতে কিন্তু প্রত্যেকে খুশি।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আসলে কি ভাত খাওয়া বন্ধ হবে? হবে না, ব্যবসায়ীরা তো কাজ চালিয়ে যাবেই। আর নির্বাচন তো স্বাভাবিক প্রক্রিয়ায় আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, নির্বাচন আসলে আমাদের খুব তটস্থ হতে হবে। নির্বাচন আসবে আর আমরা সব হাত বন্ধ করে ঘরে বসে থাকব, তাহলে তো দেশ চলবে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে প্রতিযোগিতা কমিশনের সংস্কার চান বিশেষজ্ঞরা
কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের