• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হিরো আলমের ওপর হামলা : মূল দুই হামলাকারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২৩, ১৭:৫১
হিরো আলমের ওপর হামলা : মূল দুই হামলাকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) ওপর হামলার ঘটনায় মূল হামলাকারী মানিক গাজী ও আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মানিক ও আল আমিন হামলার সঙ্গে সরাসরি জড়িত।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিল মানিক, আর তাকে মারধর করেছেন আল আমিন।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিক ও আল আমিন ছাড়া বাকি সাতজন হলেন ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন (১৭ জুলাই) বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আমরা সবাই একাত্মা: আইজিপি
চার সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকছে
তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 
সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ