ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ , ০১:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ বিভিন্ন স্থানে সাতটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫টি, আশুলিয়ায় ১টি ও ফেনীতে ১টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এসব যানবাহনের মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক,২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি ২৭টি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |