ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নির্বাচনের সব চ্যালেঞ্জ ওভারকাম করতে পারব : ইসি রাশিদা

আরটিভি নিউজ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ১০:৩৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নির্বাচন অনুষ্ঠান নিয়ে যত চ্যালেঞ্জ আছে, নির্বাচন কমিশন তার সবগুলোই উতরে যেতে পারবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানা।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ইসি বলেন, ভোটের দিন সকালে ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল—নির্বাচন নিয়ে আরও যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচনের পরিবেশ সম্পর্কে রাশিদা সুলতানা বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সারাদেশে এবার এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |