• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চাবির জন্য চিঠি দেয়াকে রিজভীর অস্বাভাবিকতা বললেন হারুন

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:১৫
ছবি : সংগৃহীত

দারোয়ানের কাছে চাবি রেখে পুলিশকে চিঠি দেওয়ার ঘটনাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অস্বাভাবিকতা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, রিজভী সাহেব কী বলেন, ঠিক নেই। তিনি হয়তো ভুলে গেছেন তার অফিসের দারোয়ানের কাছে চাবি ছিল। আবার পুলিশকে চিঠি দেন, এটা তার অস্বাভাবিকতা। তিনি আরও বলেন, পুলিশ রাজনীতির অংশ না। তার অসংলগ্ন কথাবার্তা নাটক, পুলিশকে নিয়ে মনগড়া কথা বলা ঠিক না।

গত ১১ জানুয়ারি সবুজবাগের বাসাবো এলাকায় নাদিম নামের এক বাক প্রতিবন্ধীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে ডিবির মতিঝিল বিভাগ। এ বিষয়ে হারুন অর রশীদ জানান, সবুজবাগের বেশকিছু জায়গা মাদকের হটস্পট হয়ে উঠেছে। অনেক মাদক ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। কোনো ভবন মাদক ব্যবসা ও সেবনের জন্য ব্যবহার করা হলে মালিককেও আইনের আওতায় আনা হবে, যোগ করেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধী গ্রেপ্তারে কোনো রক্তচক্ষুকে ভয় পাই না: ডিবিপ্রধান 
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ
স্ত্রী-ভাইসহ ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের মামলা