• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

গণস্বাস্থ্য মেডিকেল

১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল, ১০ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮
১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল, ১০ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১০ জনের ছাত্রত্ব বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

জরিমানার টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে।

আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, অ্যাডভোকেট শাকিলা রওশন।

২০১০ সাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে ভর্তির অনুমতি ছিল। তবে, ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে সিদ্ধান্ত হয়। এর বিরুদ্ধে আপিল করলে ১০ জন বাড়িয়ে ৬০ জন করে ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল।

এরপর ১১০ জনের জায়গায় ৬০ জন ভর্তি করার অনুমতিসংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর আদালত রুল জারি করেছিলেন।

এরপর ২০২২ সালের ২৮ জুন ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতিসংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয় এবং প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল