• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে অ্যাটকোর অভিনন্দন

আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪
অ্যাটকো
সংগৃহীত

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গিয়ে এ অভিনন্দন জানান অ্যাটকোর নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, আরটিভির ভাইস চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সময় টিভির আহমেদ জোবায়ের, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, একুশে টিভির আবদুস সামাদ লাবু, এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, বাংলাভিশনের আব্দুল হক, বৈশাখী টেলিভিশনের টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান ও নাগরিক টিভির নাভিদ হক।

অ্যাটকোর নেতৃত্ব দেন সভাপতি অঞ্জন চৌধুরী।

প্রধানমন্ত্রী এসময় অ্যাটকোর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আর পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজেসির নতুন সদস্য সচিব আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন
শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধানে দুদক
আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: জামায়াত সেক্রেটারি
আরটিভিতে আজ (২২ জানুয়ারি) যা দেখবেন