• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

জ্বালানিতে আমাদের স্বনির্ভর হতে হবে : তৌফিক-ই-ইলাহী

আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২
ড. তৌফিক-ই ইলাহী
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের স্বনির্ভর হতে হবে। গত ৩ বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এতে আমাদের রিজার্ভের ওপর অনেক চাপ পড়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি এলাকায় সৌর বিদ্যুৎ চালিত সেচপাম্প পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, সূর্য একটা প্রাকৃতিক শক্তির উৎস। সূর্যের মাধ্যমে সোলার ইরিগেশনকে সারাদেশে ছড়িয়ে দিতে পারলে কৃষকের জন্য সাশ্রয় হবে এবং কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হবে। এভাবেই বিদ্যুৎ ও জ্বালানীর ব্যাপারে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হবে আমাদের।

প্রধানমন্ত্রীর সমস্ত পরিকল্পনার মূল দর্শন হচ্ছে কৃষকবান্ধব। প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন কিভাবে উদ্ভাবন করা যাবে। সাধারণ মানুষ ও কৃষকদের সাহায্য করা যায়। তবে বিভিন্ন সময় পৃথিবীতে যে যুদ্ধ শুরু হয় তার প্রভাব আমাদের ওপর পড়ে। এতে বিপাকে পড়তে হয় অনেক সময়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাষীশ চক্রবর্তী, সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদসহ অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা
আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে এক তৃতীয়াংশ 
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু