• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নির্বাচন কমিশনের পুষ্পস্তবক অর্পণ

আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২৪, ২৩:৫৬
বঙ্গবন্ধু, প্রতিকৃতি, পুষ্পস্তবক অর্পণ
ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন।

অপরদিকে ইসি সচিবালয়ের পক্ষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিয়া, ও ইভিএম প্রকল্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বয়স ১৮ হলেই ভোটার করে নেবে ইসি
নির্বাচন কমিশনে নতুন চার কমিটি গঠন
আন্দোলনে হামলা, বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদ সভাপতি গ্রেপ্তার
ইসির সিনিয়র সচিব হিসেবে আখতারকে নিয়োগ