• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রা‌শিয়ায় কাজের সুযোগ পাবে জাহাজ নির্মাণ কর্মীরা

আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২৪, ১৯:১৬
জাহাজ
সংগৃহীত

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের দক্ষ জনবলকে রাশিয়া নিতে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে। রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের প‌রে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান তিনি।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান ব‌লেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। রাশিয়া তাদের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন নিতে চায় দেশটি। এরপর পর্যায়ক্রমে তারা দক্ষ আরও শ্রমিক নিয়োগ দিবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়গুলো কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে তারা।

‌বৈঠ‌কে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে ৭ খুন: ছেলের মৃত্যু সইতে না পেরে মারা গেলেন বাবা
জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ