নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ

আরটিভি নিউজ

রোববার, ২৪ মার্চ ২০২৪ , ১১:৪৩ পিএম


নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ
সংগৃহীত ছবি

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক গ্রেড- কর্মকর্তা সারওয়ার মাহমুদ। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ মার্চ) থেকে বিষয় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩এর () () অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে বলে  প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) শেখ মো. শরীফ উদ্দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারওয়ার মাহমুদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়।

২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেড- পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission