• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঈদ উপলক্ষে ফ্লাইট বাড়াল বিমান

আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ১৮:১৮
ঈদ উপলক্ষে ফ্লাইট বাড়াল বিমান
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগামী ৪ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করা হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

তিনি বলেন, নির্ধারিত সময়ে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন।

যাত্রীগণ বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।

এ ছাড়া বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL 24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ৫৬১
এক বছরে আয়ের রেকর্ড বিমানের
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ২০০