• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘চীন থেকে আরও বেশি যন্ত্রপাতি আনা হবে’

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২৪, ১৭:১৭
কৃষিমন্ত্রী
ছবি : সংগৃহীত

আমরা চীন থেকে অনেক যন্ত্রপাতি আনছি, সেটি আরও বাড়াব বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে সচিবালয়ে কৃষিমন্ত্রী সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বাড়াবে। আমরা চীন থেকে অনেক যন্ত্রপাতি আনছি, সেটি আরও বাড়াব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হারভেস্টার, পাওয়ার টিলার চাই, উৎপাদন বাড়াতে যেগুলো প্রয়োজন তা আমরা আমদানি করব ডিসকাউন্ট প্রাইসে।

চীন বাংলাদেশ থেকে আম আমদানি করবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মিষ্টি আম নিতে তারা খুবই আগ্রহী। আমের কথা বলেছি এ জন্য যে, এটা সব দেশের মানুষেরই ভালো লাগে। তারা আমাদের উন্নয়নের অংশীদার। তারা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে, ফ্লাইওভার করছে। তারা অনেক কাজ করছে এ দেশে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু
চীনে সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮