• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সুখবর দিল বিআরটিএ

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ০০:০৯
ফাইল ছবি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে। সরকারি সংস্থাটি জানিয়েছে, শেষবারের মতো এই সময় বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন মোটরযান মালিকরা।

রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত সর্বশেষবারের মতো বৃদ্ধি করা হলো।

এর আগে গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধির ঘোষণা করা হয়।

এতে বলা হয়, জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদান করে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলায়
ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৮ দফা দাবি নোবিপ্রবি ছাত্রদলের