• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৮:২৭
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ফাইল ছবি

রেকর্ড উৎপাদনের মাঝেও সম্প্রতি ঘন ঘন লোডশেডিং দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে; বিশেষ করে লোডশেডিংয়ে সবচেয়ে বেশি সমস্যা ভোগ করছে গ্রামাঞ্চলের বাসিন্দারা। তবে শিগগিরই এ সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একইসঙ্গে সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাটের তীব্রতার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

সোমবার (৬ মে) সচিবালয়ে বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের জন্য অর্থ আর তেলের সংস্থান দুটোই আমাদের সংগ্রহ করতে হয়েছে। এটা করতে গিয়ে কিছু বিদ্যুৎ প্লান্ট বন্ধ ছিল। তাছাড়া প্রাইভেট কোম্পানিগুলোও ঠিকভাবে তেল আনতে পারছিল না। ফলে গ্রাম অঞ্চলে কিছুটা লোডশেডিং ছিল। তবে এখন লোডশেডিং কমে গেছে।

তিনি বলেন, ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা হবে, এটা জানা ছিল না। কেউ সেভাবে প্রস্তুতও ছিল না। এ কারণে সারা দেশে কিছু কিছু জায়গায় লোডশেডিং হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যেন কোথাও লোডশেডিং না হয়। আমরা সেভাবে কাজ করছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোডশেডিংয়ে ২০ মিনিট বন্ধ আতিফ আসলামের কনসার্ট
আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু
বকশীগঞ্জে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
চাঁদপুরে গরমে মারা যাচ্ছে মুরগি