• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

বাইডেনের কথিত উপদেষ্টার জামিন দেননি হাইকোর্ট

আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ২৩:৩৯
জাহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফীকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (১২ মে) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরেফীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

পাসপোর্ট অনুযায়ী আরেফীর আসল নাম জাহিদুল ইসলাম মিয়া। তিনি বাংলাদেশি-আমেরিকান।

২০২৩ সালের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফীকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৩০ অক্টোবর পল্টন থানার মামলায় আরেফীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পল্টন থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেফিসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার বাকি দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন। অন্যের রূপ ধারণ এবং মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সহিংসতায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা উচিত: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে ৩১টি ড্রোন কিনছে ভারত
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান