• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১৩:৫৯
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ছবি

বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্যের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। একইসঙ্গে ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও লিখিত আবেদনে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন বিএনপির এ নেতা। পরে আদালত জানান, এ বিষয়ে এক সপ্তাহ পর আদেশ শোনানো হবে।

আদালতে আলালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল এক টকশোতে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা ইউটিউবে ছড়িয়ে পড়ে। গত ১৯ এপ্রিল তাকে ব্যাখ্যা দিতে তলব করেন হাইকোর্ট। সেই আদেশের প্রেক্ষিতে আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দাখিল করেন আলাল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২৫ 
বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে, তারা তখনই ধ্বংস হয়েছে: আমীর খসরু
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ: তারেক রহমান
ইউনুস সরকারের ওপর বিএনপির সমর্থন রয়েছে: খোকন