• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সাংবাদিক প্রবেশ নিষেধ করার কথা ‘মিথ্যা’: ডেপুটি গভর্নর

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ২৩:৫৭
ডেপুটি গভর্নর
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে এটা ‘মিথ্যা’। আমরা তথ্য দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের তিনজন কর্মকর্তাকে শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও যদি না হয় আমরা তিনজন ডেপুটি গভর্নর রয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করতে বললেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম।

শনিবার (১৮ মে) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস ভবনে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ বছর ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। যারা অপ্রচার চালাচ্ছে তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ এখন অনেক দেশের কাছে রোল মডেল বলে মন্তব্য করেন খুরশিদ আলম।

ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুল আমিন ও রুহুল আমিন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা ও শায়েমা ইসলামসহ অনেকে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের রিজার্ভ এখন যত
সাইবার আক্রমণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কতা
২৮ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
২ লাখ কোটি টাকা লুট করেছে হাসিনার দোসররা, অভিযোগ গভর্নরের