• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেল র‍্যাব

অনলাইন ডেস্ক
  ২৫ মে ২০২৪, ১৩:১৮

‘শাহাদাত’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

শনিবার (২৫ মে) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে এ সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই প্রশিক্ষককে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. ইসমাইল হোসেন (২৫), যশোরের চৌগাছা উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে মো. জিহাদ হোসেন (২৪) এবং ঝালকাঠির নলসিটি উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (২৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন।

র‍্যাবের কমান্ডার আরাফাত ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতরা নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রম চালানোসহ গোপনীয়তা রক্ষায় মোবাইলের বিশেষ অ্যাপস ব্যবহার করতেন।

একইসঙ্গে তারা আফগানিস্তানের তালেবান আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের পরিকল্পনা করছিলেন বলেও জানায় র‍্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার