• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এমপি আনার হত্যা

ডিবিপ্রধানসহ ৩ সদস্যের টিম ভারত যাচ্ছে

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১৪:৫১
ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ডিবিপ্রধান হারুন অর রশীদসহ তিন সদস্যের একটি দল শিগগিরই ভারতে যাবে।

শনিবার (২৫ মে) হারুন নিজেই তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত এই কমিশনার বলেন, আনার হত্যাকাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সিআইডির চার সদস্যের একটি দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা তদন্ত শেষ করলেই ডিবি টিম ভারতে যাবে।

হারুন অর রশীদ বলেন, হত্যাকাণ্ডের মোটিভ অনেকগুলো হতে পারে। পূর্ব শত্রুতার জেরে, আর্থিক লেনদেন সংক্রান্ত এবং রাজনীতিক বিষয়ও থাকতে পারে।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর হঠাৎ গত ২২ মে খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে সেখানে তার মরদেহ মেলেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে  
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের