• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ২২:১৫
দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড়ের কারণে দুর্গত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৭ মে) বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মহিববুর রহমান বলেন, সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে। তবে, কর্মচারীদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল দেশের ‍উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। জোয়ার থাকলে জলোচ্ছ্বাস ও বাতাস বেশি হতে পারে। আমরা এখনও আতঙ্কের মধ্যে আছি। এখনও আতঙ্ক কাটেনি।

প্রতিমন্ত্রী বলেন, ৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে, যা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান মহিববুর রহমান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ 
শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ মাউশির
বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস
শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস