• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন সোয়া কোটির বেশি গ্রাহক

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ২১:৫৫
বিদ্যুৎবিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও সোয়া কোটির বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছেন। তাই এসব সংযোগ দ্রুত চালু করতে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) তিন কোটি তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। এর মধ্যে প্রায় ১ কোটি ৭২ লাখ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। ১ কোটি ৩১ লাখ গ্রাহকের সংযোগ এখনও বিচ্ছিন্ন।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ গ্রামে আরইবি বিদ্যুৎ সরবরাহ করে। সব সংযোগ ফিরিয়ে আনতে আরইবির ঠিকাদার, নিজস্ব জনবলসহ ৩০ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন। বিচ্ছিন্ন সংযোগগুলোর মধ্যে ৬০ শতাংশ আজ রাতের মধ্যে এবং আগামীকাল বুধবারের মধ্যে মোট ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

বাকি গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। তাই সময় বেশি লাগতে পারে। প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রেমালের কারণে আরইবির ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ঢাকার বাইরে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। তাদের ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ হাজার গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহক বর্তমানে বিদ্যুৎ পাচ্ছেন। এ ছাড়া ১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন গ্রাহক এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ওজোপাডিকোর ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন ফেনী, দুর্ভোগ চরমে
নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত লুবনা পেলেন নতুন ঘর
বৈদ্যুতিক টাওয়ারে যুবক, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ উপজেলা
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা