• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিআরইবি ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ২২:৩৬
বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বিচ্ছিন্ন হওয়া গ্রাহকদের ৮০ শতাংশের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩ কোটি ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি ৪২ লাখ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদান করা হয়েছে। রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ পুনঃসংযোগের কাজ শেষ হবে। বাকিগুলোর কাজ পর্যায়ক্রমে চলতে থাকবে।

আগামী বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত লুবনা পেলেন নতুন ঘর
৩০ হাজারের রাউটার ৬ লাখ, দেড় লাখের প্রিন্টার ১৫ লাখ!
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা
১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা