• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কারাগারে অসুস্থ ইশরাক, রিমান্ড শুনানি পেছাল

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১৬:২৬
কারাগারে অসুস্থ ইশরাক, রিমান্ড শুনানি পেছাল
ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়েছে।

কারাগারে অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে না পারায় বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত আগামী ১৩ জুন রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকাণ্ডে গত বছরের ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানায় ইশরাকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা।

মামলায় বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া আরেফী ছাড়াও অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সোরাওয়ার্দীকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুরে রাজধানীতে বিক্ষোভ থেকে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা কাকরাইল মোড় থেকে আরামবাগ পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে।

সংঘর্ষের ফলে পুলিশের ৪১ জন আহত ও একজন সদস্য নিহত হন। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৩টায় মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন। এরপর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে অন্তত ২০ জন নেতাকর্মী বেশ কিছু সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হন। তখন এক নম্বর আসামি মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরাফী নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন।

উল্লেখ্য, গত ১৯ মে ইশরাকের বিরুদ্ধে হওয়া ১২ মামলায় জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করলে আদালত ১১টি মামলায় জামিন দেন। তবে রাষ্ট্রদ্রোহের ওই মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের স্ত্রীর রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি
সাদেক হোসেন খোকাকে নিয়ে ইশরাকের আবেগঘন স্ট্যাটাস
জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান