• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

করোনার ভুয়া রিপোর্ট

সাহেদসহ ৫ জনের বিচার শুরু

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১৮:১৫
ফাইল ছবি

করোনাভাইরাস পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) মামলার অভিযোগ গঠন করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর।

এ মামলার অন্য আসামিরা হলেন- দীপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। এদের মধ্যে দীপায়ন ও অনিন্দ্য মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে: গোলাম পরওয়ার
জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম: মাহফুজ আলম
গণবিপ্লবে জনগণের অভিপ্রায় প্রতিফলিত: প্রধান বিচারপতি
ভারতে রুদ্ধদ্বার কোর্টরুমে আরজি কর মামলার বিচার শুরু