• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

৫৮ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ১৬:৪৬
ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ উপলক্ষে বুধবার (৫ জুন) দেশের ৫৮টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তিন ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ও শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২০ উপজেলার ভোটগ্রহণ আগামী ৯ জুন।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকল্প শেষে সরকারি গাড়ি দ্রুত ফেরতের সুপারিশ
বেবিচকের নতুন চেয়ারম্যান সাদিকুর রহমান 
আ.লীগের আয়-ব্যয় বেড়েছে, ফান্ডে জমা সাড়ে ৯০ কোটি টাকা
নির্বাচন কমিশনে আজ আয়-ব্যয়ের হিসাব দেবে আ.লীগ