• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১১:৫১

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র‌্যাব।

সোমবার (১০ জুন) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৩ এর আভিযানিক একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে (বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিলেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ আটক ৫
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬
যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক
জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭