• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দুই জেলায় নারীর ৩ খণ্ড দেহ, যা জানাল পিবিআই

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৯:৫২
ভুক্তভোগী নারীর স্কেচ (সংগৃহীত ছবি)

ঢাকা ও ফরিদপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার তিন খণ্ড দেহ এক নারীর বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১০ জুন) রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি বলেন, ‘২০২২ সালের ২৫ জানুয়ারি ফরিদপুর জেলার কোতোয়ালির কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মাঠের ভেতর থেকে আগুনে পোড়ানো মাথাসহ একটি হাত উদ্ধার করা হয়। একই দিনে ঢাকা জেলার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামে এক নারীর কোমর থেকে নিচের অংশ উদ্ধার হয়। এর ছয় দিন পর একটি হাতসহ দেহের মাঝখানের খণ্ডিত অংশ সাভারের সাদাপুর থেকে উদ্ধার করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধার হওয়া খণ্ডিত দেহের তিনটি অংশ একই নারীর।’

মো. কুদরত-ই-খুদা বলেন, ‘ওই দেহের অংশগুলো পোড়া ও পচে গিয়ে বিকৃত হওয়ায়, তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। খণ্ডিত দেহের মাথাসহ ডান হাত সম্পূর্ণ আগুনে পোড়ার কারণে ওই নারী চেহারা বোঝা যাচ্ছে না। খণ্ডিত দেহের মাঝখানের অংশসহ বাম হাত সম্পূর্ণ পচে যাওয়ার কারণে আঙুলের ছাপের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।’

এই পিবিআই কর্মকর্তা বলেন, ‘ওই নারীর পরিচয় শনাক্তে আমরা গণমাধ্যমের কাছে সহায়তা চাচ্ছি। এই অবস্থায় হত্যাকাণ্ডটির রহস্য উদ্‌ঘাটন সহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অজ্ঞাতনামা ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এজন্য সংবাদ প্রচারের মাধ্যমে যেন বিষয়টি সবার নজরে আনা হয়। কেউ যদি এই ভুক্তভোগীকে চিনে থাকেন, তাহলে মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি