বন্ধু আশরাফ আলীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু তার বন্ধু ও পরমাত্মীয় মো. আশরাফ আলী মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শােক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. আশরাফ আলী মণ্ডল বুধবার (১২ জুন) বিকাল আনুমানিক ৪ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
প্রসঙ্গত, সুগারমিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী ডেপুটি স্পিকারের অতি আপনজন ছিলেন। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাড়িয়াকাহন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিলেন এবং সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া প্রবাসী এবং উচ্চশিক্ষিত দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মন্তব্য করুন