• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

ফের দি‌ল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ০১:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

ফের দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী ২১ জুন ভারতের দি‌ল্লিতে যাচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান।

সর্বশেষ গত ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কূট‌নৈ‌তিক সূত্র।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর পূর্বনির্ধারিত ছিল। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২১ জুন দুই দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন ভারত সফরে যান শেখ হাসিনা।

বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দেশে ফেরেন বাংলাদেশের সরকার প্রধান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ফেলানী হত্যায় সারাবিশ্ব ভারতকে ছি ছি করেছে: জামায়াত আমির
ভারতের দিকে মাথা ঝুঁকে ক্ষমতায় আসার চেষ্টা জনগণ মেনে নেবে না: তাহের
বিএসএফের ‘অপস অ্যালার্ট’ মহড়া চলছে বাংলাদেশ-ভারত সীমান্তে