• ঢাকা মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
logo

তিস্তার পানিবণ্টন নিয়ে যা বললেন মোদি

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৬:৪১
তিস্তার পানি বণ্টন নিয়ে যা বললেন মোদি
সংগৃহীত ছবি

তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২২ জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি এ আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

মোদি আরও বলেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই।

এর আগে, স্থানীয় সময় দুপুরে হায়দরাবাদ হাউজে পৌঁছালে শেখ হাসিনাকে অভিবাদন জানান নরেন্দ্র মোদি। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই সরকারপ্রধান।

প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক সই হয়। যেগুলোর মধ্যে ৭টি নতুন আর পুরানো তিনটি সমঝোতা স্মারক নতুন করে নবায়নের সিদ্ধান্ত হয়। এরপর কৈলাস হলে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (২১ জুন) বিকেলে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। সফর শেষে শনিবার সন্ধ্যা ৬টায় নয়াদিল্লি ত্যাগ করে রাত ৯টায় ঢাকায় অবতরণ করবেন তারা।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশকে ভারতের ওপর নির্ভরশীল করার চক্রান্ত চলছে: ফখরুল
সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সাক্ষাৎ
ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার করছে: তথ্য প্রতিমন্ত্রী
গম্ভীরের কোচ হওয়া নিয়ে যা জানালেন বিসিসিআই সভাপতি