• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

আনার হত্যা

‘গ্যাস বাবু’কে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার নির্দেশ

আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১৭:৪৯
‘গ্যাস বাবু’কে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার নির্দেশ
ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশে অপহরণের মামলা তদন্তে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত। আসামি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের অধীনে এই অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহের আদালত বাবুর জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে এ আওয়ামী লীগ নেতাকে আদালতে হাজির করা হয়। এ সময় বাবুর তিনটি মোবাইল উদ্ধারের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ৯ জুন আদালত আসামি বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ১৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। ওইদিন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমানও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, আদালত আসামি বাবুর রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন। একইসঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে তাকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে জেল সুপারের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুকে নিয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করবে।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজের অফিস কক্ষে অধ্যক্ষের মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা
চট্টগ্রামে পৌঁছে অভিযানে স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ দেখে অসন্তোষ
স্ত্রীকে বেঁধে রেখে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
জিহাদ ও সিয়ামের ফের ১৪ দিনের জেল হেফাজত