• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

শেষ কর্মদিবসে বুয়েট উপাচার্য অবরুদ্ধ

আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১৯:৫১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৪ জুন) বিকেল ৪টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।

পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেছেন। সেখানে এখন হট্টগোল চলছে।

আন্দোলনরত কর্মচারীরা বলেন, আমরা যাতে কিছু করতে না পারি তাই এতদিন নীতিমালা বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছিল। আমরা নীতিমালা বহাল চাই। এই দাবিতে উপচার্যকে অবরুদ্ধ করা হয়েছে। তিনি যেন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন, আমরা সেই দাবি জানাই।

এর আগে ২০১৯ সালে আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখনকার উপাচার্য সাইফুল ইসলাম সরে গেলে দায়িত্ব পান ড. সত্যপ্রসাদ মজুমদার। আজ ছিল তার শেষ কর্মদিবস।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন বুয়েট উপাচার্য
৯৯৯ এ কল পেয়ে উত্তরায় অবরুদ্ধ দুই সদস্যকে উদ্ধার করল পুলিশ
রাবির অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল র‍্যাব-বিজিবি-পুলিশ
ফের বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার