• ঢাকা মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
logo

ঢাবি সিনেটে বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ২৩:৫৫

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে।

বুধবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বার্ষিক অধিবেশনে এ দাবি তোলা হয়।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি থেকে সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেনজীর আহমেদকে দেওয়া ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি জানান।

এরপর সাদা দলের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়েদুল ইসলাম একই দাবি করেন।

এর আগে একটি জাতীয় দৈনিকে খবর প্রচার হয় বেনজীর আহমেদের ডিগ্রি গ্রহণে অনিয়ম নিয়ে। সেখানে দেখা যায়, বেনজীর আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না। ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়, শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। বেনজীরের তা ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান তিনি।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরেরর চেয়েও ‘ক্লাব প্রেমে’ এগিয়ে পরীমণিকাণ্ডে আলোচিত নাসির
বেনজীরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ
রাজধানীতে বেনজীর-মতিউরের কুশপুত্তলিকা দাহ
বেনজীর পরিবারের আট ফ্ল্যাট ও ২৫ একর ২৭ কাঠা জমির তত্ত্বাবধায়ক নিয়োগ