• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

আদালত অবমাননা

এমন চিঠি আর লিখব না, ক্ষমা চেয়ে বললেন ২ আইনজীবী

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১২:৩২
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতিকে দুই আইনজীবীর দেওয়া একটি চিঠির কিছু বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে করে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী মহসীন রশিদ ও শাহ আহমেদ বাদল।

রোববার (৩০ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। পরে আপিল বিভাগ আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করেন।

এ সময় আদালতে উপস্থিত হয়ে ওই দুই আইনজীবী তাদের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমাদের ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর এই ধরনের চিঠি লিখব না, ক্ষমা চাচ্ছি।

গত বছরের ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওই কর্মসূচিতে সংহতি জানিয়ে মোহাম্মদ মহসীন রশিদ ও শাহ আহমেদ বাদল গত ১ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচি নিয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দেয়। পরদিন এ চিঠি প্রধান বিচারপতির দপ্তরে উপস্থাপন করা হয়।

পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন।

সেই তলবে হাজির হলে ১১ জানুয়ারি আপিল বিভাগ এই দুই আইনজীবীকে চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগে মহসীন রশিদ ও শাহ আহমেদ বাদল নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা নিয়ে এত কীসের আন্দোলন: প্রধান বিচারপতি
মতিউর পরিবারের সম্পদের খোঁজে দুদক, বিভিন্ন দপ্তরে চিঠি
আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদককে আইনজীবীর চিঠি
স্ত্রীকে হত্যার পর মায়ের কাছে ছেলের চিঠি, খতিয়ে দেখবে পুলিশ