• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ০৬:০৮
ছবি: সংগৃহীত

দেশের তিন হজ এজেন্সি খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেলসের বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে।

রোববার (৩০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌‌‘গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটে। ওইদিনই রাজধানীর বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।’

মো. সাইফুল ইসলাম বলেন, ‘এজেন্সি খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেলস এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলেও সৌদি সরকার বিষয়টি গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত হজ এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে যা জানাল সৌদি আরব
প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে শোকজ
যেসব শহর এবং ‍স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব