• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ভারতের নৌবাহিনী প্রধান ঢাকায়

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ১২:০৪
ভারতের নৌবাহিনীর প্রধান ঢাকায়
ফাইল ছবি।

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি।

ভারতীয় নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে ত্রিপাঠির এই সফর।

সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন দীনেশ কুমার ত্রিপাঠি।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ত্রিপাঠি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠানে ভাষণের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ভারতীয় নৌবাহিনী প্রধান।

দীনেশ কুমার ত্রিপাঠির এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অখণ্ড ভারত’-এ বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ দিল্লির
বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের ২০ বছর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ জানুয়ারি)
মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অগ্রগতি যৎসামান্য