• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ১২:৫৭
সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট
ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে এ মুহূর্তে বেশ আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও মাহমুদ ফয়সাল। অবৈধ সম্পদ গড়ার প্রতিযোগিতায় প্রায়ই খবরের শিরোনাম হন সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এমন পরিস্থিতিতে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।

সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেছেন।

বিচারপতি মো. নজরুল ইসলান তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লিখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। মঙ্গলবার (২ জুলাই) এই রিটের শুনানি হতে পারে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি
ডিজিএফআইয়ের সা‌বেক ডিজির স্থগিত করা ব্যাংক হিসাব সচল
সাবেক ১ মন্ত্রী, ৪ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
শীর্ষ নিউজ ডটকমকে অবিলম্বে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ