• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাই: বিআরটিএ চেয়ারম্যান

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১৮:০৯

সড়কে প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। নানান উদ্যোগ সত্ত্বেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, যেহেতু রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশে অন্তর্ভূক্ত বিভিন্ন সংস্থা দীর্ঘদিন নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছে, সেহেতু কোয়ালিশনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে নিরাপদ সড়ক কার্যক্রমটি আরোও জোরদার হবে।

এসময় রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ’র সদস্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন রোড সেইফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রহমান, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট (স্টেপস্)’র কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী, ব্র্যাক রোড সেইফটি প্রোগ্রাম ম্যানেজার মাঈনুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার শারাফাত-ই-আলম এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সিফাত-ই-রাব্বানীসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিআরটিএ ও পুলিশের অভিযান
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে নির্দেশনায় যা রয়েছে
ময়মনসিংহে গণশুনানি : বিআরটিএ নিয়ে সেবাগ্রহীতাদের অসন্তোষ 
এপ্রিলে সড়কে প্রাণ গেছে ৬৩২ জনের