• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

বৃহস্পতিবার সচিব সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ

আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ২৩:৫১
সচিব
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (৪ জুলাই) সচিব সভা ডেকেছে। বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।

শুদ্ধাচার ও সুশাসনসহ পাঁচটি বিষয়কে সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সভায় অংশ নেওয়ার জন্য এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, বাজেটোত্তর সভায় সচিবদের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। সভায় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি উঠে আসতে পারে। সরকারি কর্মচারীদের দুর্নীতি রুখতে দিকনির্দেশনা আসতে পারে।

এর আগে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি এ সচিব সভা হয়েছিল।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতু নির্মাণে ব্ল্যাংক চেক দিয়েছিলেন প্রধানমন্ত্রী 
কয়েকজনের দুর্নীতিতে বাকি সবাই বিব্রত হয়: মন্ত্রিপরিষদ সচিব
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ