• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

যেসব আন্তর্জাতিক রুটে লোকসানে বিমান বাংলাদেশ

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৪:০৩
যেসব আন্তর্জাতিক রুটে লোকসানে বিমান বাংলাদেশ
ফাইল ছবি।

ছয়টি আন্তর্জাতিক রুটে লাভ করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব রুটে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিমানের দেওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লোকসানে থাকা রুটগুলো হলো ম্যানচেস্টার, কুয়েত, দিল্লি, কলকাতা, গুয়াংজু ও নারিতা।

এ ছাড়া ১১টি আন্তর্জাতিক রুট লাভজনক অবস্থায় রয়েছে। সেগুলো হলো লন্ডন, টরন্টো, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, দুবাই, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর। একইসঙ্গে আবুধাবি, দোহা, মাসকাট ও শারজাহ রুট লাভে পরিণত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রুটগুলো লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ। এর মধ্যে যাত্রীপ্রতি রাজস্ব বৃদ্ধির ও ব্যয় সংকোচন, যাত্রী সেবার মানে দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে।

এ ছাড়া যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অক্ষুণ্ন রাখার পাশাপাশি ভাড়ার সঙ্গে এক্সেস ব্যাগেজ ওয়েট সমন্বয়পূর্বক লোড পেনাল্টি পরিহারের প্রক্রিয়াও চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন আন্তর্জাতিক গন্তব্যে মালে, কুনমিং, সিডনি, জাকার্তা, সিউল, উহান এবং বাহরাইন অন্তর্ভুক্ত রয়েছে। নিউইয়র্কে পুনরায় ফ্লাইট পরিচালনার কার্যক্রম অব্যাহত হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ২০০
বিমান বাংলাদেশে একাধিক নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৫