• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

ইউল্যাব শিক্ষার্থীদের বেড়িবাঁধ সড়ক অবরোধ

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১২:৪৪
ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধ সড়ক অবরোধ করে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় ইউল্যাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। অবরোধের ফলে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ইউল্যাব শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা পোষণ করে একই স্থানে সমবেত হয়েছেন শ্যামলী আইডিয়াল টেক্সটাইল পলিটেকনিকের শিক্ষার্থীরাও।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে নয়, প্রশিক্ষণের জন্য বিচারকদের মুফতিদের কাছে পাঠান: হাবিবুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ
ছাত্রলীগ নেতা সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা বললেন সারজিস