• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

আন্দোলনকারী শিক্ষার্থীরা ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৬:৩৮
স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে এসে তারা তাদের দাবি বলুক। আন্দোলন না করে আদালতের ওপর ভরসা রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ আন্দোলনে বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। আন্দোলন পরিহার করে তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।

এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবারও উত্তাল ঢাকা। সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যেসব এলাকায় অবরোধ চলমান

রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা-বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পালানো নিয়ে যা জানাল বিজিবি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পলায়ন নিয়ে যা জানাল পুলিশ ও র‌্যাব
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ আ.লীগের কয়েকজন নেতার অবস্থান জানা গেল