• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

মালয়েশিয়া যাচ্ছেন সিইসি

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ২৩:৪২
সিইসি
ছবি: সংগৃহীত

দাপ্তরিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পাঁচ দিনের এই সফরে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম দেখবেন।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এ সফরের সমস্ত ব্যয় বহন করা হবে আইডিইএ-২ প্রকল্প থেকে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করার জন্য সিইসি পাঁচদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এ সময় তিনি দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।

কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইসি সচিব শফিউল আজিম, জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও আইডিইএ-২ প্রকল্প তথা স্মার্টকার্ড প্রকল্পের উপ-পরিচালক লেফট্যানেন্ট কমান্ডার মো. খালিদ হাসানও যাবেন।

আগামী ২০ জুলাই তারা দেশ ত্যাগ করবেন, ফিরবেন ২৫ জুলাই।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
২০২৪ সালে বিতর্কিত নির্বাচন হয়েছে: সিইসি
পদত্যাগ করল আউয়াল কমিশন
দুপুরে সিইসির সংবাদ সম্মেলন, পদত্যাগের গুঞ্জন