আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ
বাংলাদেশে চলমান সহিংসতার পক্ষে দুবাইয়ে বিক্ষোভ করার জেরে বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
মঙ্গলবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগে সহিংসতার পক্ষে বিক্ষোভ করায় ৩ প্রবাসীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন দেশটির আদালত। এছাড়া ৫৪ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা।
দেশটির পক্ষ থেকে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতার মধ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে দুবাইয়ে বিক্ষোভ করেছেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ সময় সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে ৫৭ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এ ছাড়া ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য সাময়িক বন্ধ করা হয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা।
মন্তব্য করুন